৪ মার্চ, ২০২২ ০৯:০৬

বিশ্বে করোনায় এ পর্যন্ত ৬০ লাখ ১ হাজার ৪৯৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় এ পর্যন্ত ৬০ লাখ ১ হাজার ৪৯৪ জনের মৃত্যু

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আরও সাত হাজার ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ৬০ লাখ এক হাজার ৪৯৪ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৬ লাখ ১০ হাজার ৪৭৭ জন। বিশ্বে মোট শনাক্তের সংখ্যা ৪৪ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৯৩৯ জন।

শুক্রবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

একদিনে সবচেয়ে বেশি দুই লাখ দুই হাজার ৩৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন জার্মানিতে। এসময়ে মারা গেছেন ২৮৯ জন। 

দৈনিক মৃত্যুতে তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্র। দেশটিতে একদিনে মারা গেছেন এক হাজার ২৫৮ জন। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৯১ জন।   

 বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় পাঁচ মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৮ জনে। 

একই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬৫৭ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ৯১ শতাংশ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর