৫ মার্চ, ২০২২ ০৯:৫৯

চট্টগ্রামে করোনা শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে করোনা শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৫৮টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৮৯ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।

শনিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ৯ জন মহানগর এলাকার ও ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৫৩২ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ২২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫১০ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ১৬ লাখ ৪৩ হাজার ৮৯৮ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ৭ হাজার ৯১০ জন। এ পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার ৯১২ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৯ হাজার ২১৩ জনে। আর সুস্থ হয়েছেন ৩৭ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৪৪৬ জন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর