৭ মার্চ, ২০২২ ০৮:১৭

করোনার নতুন ধরন আসার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

করোনার নতুন ধরন আসার শঙ্কা

ওমিক্রনের মধ্য দিয়েই শেষ নয়, আসতে পারে করোনাভাইরাসের নতুন ধরন। গতকাল এ আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (অসংক্রামক রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক রোবেদ আমিন। তিনি বলেন, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক পরছেন না। কিন্তু এখনই মাস্ক খুলে ফেলার পরিস্থিতি হয়নি। ওমিক্রনের প্রভাব কম বলে মনে করছেন অনেকে। কিন্তু ভাইরাসের মিউটেশন হচ্ছে। করোনার নতুন ধরন আসার শঙ্কা রয়েই গেছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে অধ্যাপক রোবেদ আমিন সর্বশেষ করোনা পরিস্থিতি তুলে ধরেন।

এদিকে করোনা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি কানপুরের গবেষকরা আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, তৃতীয় ঢেউয়ের পর আরও দাপট নিয়ে আসতে পারে করোনার চতুর্থ ঢেউ। চলতি বছরের মে মাসের শুরুতে চতুর্থ ঢেউ শুরু হয়ে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫২৯ জন। এ সময়ে করোনায় সংক্রমিত ৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন প্রাণ হারিয়েছিলেন ১৩ জন ও নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৬৮ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৫ জনের।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর