১২ মার্চ, ২০২২ ০৯:২৫

ফের চীনে লকডাউন, ৯০ লাখ মানুষ ঘরবন্দি

অনলাইন ডেস্ক

ফের চীনে লকডাউন, ৯০ লাখ মানুষ ঘরবন্দি

চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নতুন করে বাড়ায় চ্যাংচুনে লকডাউন ঘোষণা করা হয়েছে। এতে ওই শহরের ৯০ লাখ মানুষ এখন ঘরবন্দি। 

সেইসঙ্গে দেশটির রাজধানী বেইজিংয়ে কোনো কোনো জায়গায় আংশিক আবার কোনো জায়গায় পূর্ণাঙ্গ লকডাউন ঘোষণা করা হয়েছে।

চীনের সরকারি আদেশ অনুযায়ী, নির্দিষ্ট কোনো কারণ ছাড়া বাসিন্দারা বাড়ি থেকে বের হতে পারবেন না। পরিবারের একজন সদস্যই কেবল বের হতে পারবেন। আরও বলা হয়, সমস্ত শহরবাসীকে তিন পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। জরুরি পরিষেবা ছাড়া বাকি সমস্ত কিছু বন্ধ রাখতে হবে। 

পরিবারের এক জন সদস্য ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না। শহরবাসীকে তিনটি পর্যায়ে শারীরিক পরীক্ষা করাতে হবে। জরুরি পরিসেবা ছাড়া সবকিছু বন্ধ রাখতে হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর