১৯ মার্চ, ২০২২ ১৪:১৭

এক বছরের বেশি সময় পর করোনায় মৃত্যু দেখল চীন

অনলাইন ডেস্ক

এক বছরের বেশি সময় পর করোনায় মৃত্যু দেখল চীন

চীনের জিলিন প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এর আগে চীনে করোনায় সর্বশেষ মৃত্যুর ঘটনা ঘটেছিল ২০২১ সালের জানুয়ারিতে।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে স্থানীয়ভাবে করোনায় সংক্রমিত হয়েছে আরও ৩ হাজার ৮৪৪ জন। এর বেশিরভাগই জিলিন প্রদেশের। এক সপ্তাহ আগেও জিলিনে দৈনিক করোনা সংক্রমণ সংখ্যা ছিল গড়ে ১০০ জন। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় জিলিনের বাসিন্দাদের চলাফেরায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 

নিউ ইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রকাশিত সংখ্যার চেয়ে চীনে করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা আরও বেশি হতে পারে। সম্প্রতি চীনে করোনা যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BA.2 এর উপস্থিতি দেখা গেছে।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর