২০ মার্চ, ২০২২ ১৭:১৭

২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮২

অনলাইন ডেস্ক

২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮২

ফাইল ছবি

দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১৭ জনের।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৮২ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৬০৯ জনে। ৯ হাজার ৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৪৯ শতাংশ।
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৩৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭০ হাজার ৪৭১ জন।

এর আগে, শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি। শনাক্ত হয় ৬২ জনের দেহে। এ ছাড়াও, শুক্রবার (১৮ মার্চ) ব্যতীত মঙ্গলবার (১৫ মার্চ), বুধবার (১৬ মার্চ) এবং বৃহস্পতিবার (১৭ মার্চ) করোনায় দেশে কেউ মারা যায়নি।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর