৩১ মার্চ, ২০২২ ১১:৪০

একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়

অনলাইন ডেস্ক

একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্ত দক্ষিণ কোরিয়ায়

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। আর দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে দক্ষিণ কোরিয়া, রাশিয়া, জার্মানি ও ব্রাজিলের মতো দেশগুলো।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার দক্ষিণ কোরিয়ায় করোনায় আক্রান্ত হয়েছেন চার লাখ ২৪ হাজার ৫২৪ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৪৩২ জন।

আর মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩০ লাখ ৯৫ হাজার ৬৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৬ হাজার ২৩০ জন।

এদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮১ জন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৩১ হাজার ১৩৩ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৮ কোটি ১৭ লাখ ৪০ হাজার ৭২২ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৬ হাজার ৪৪৫ জনের।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর