৫ এপ্রিল, ২০২২ ১৬:১৪

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৬, মৃত্যু শূন্য

অনলাইন প্রতিবেদক

২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩৬, মৃত্যু শূন্য

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। এতে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৩ জনেই রয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩৬ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জনে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৬ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৫২ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৫ হাজার ২৫১ জন।

এর আগে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ সময়ে করোনা শনাক্ত হয় ৬১ জনের দেহে।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর