৮ এপ্রিল, ২০২২ ১৪:০৩

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি করোনায় আক্রান্ত

ফাইল ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। জানা গেছে, ৮২ বছর বয়সী ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসির স্থানীয় সময় বৃহস্পতিবার পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে। তবে তার শরীরে করোনার কোন উপসর্গ দেখা যায়নি।

পেলোসির মুখপাত্র ড্রু হ্যামিলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এপি। ওই মুখপাত্র জানান, স্পিকার করোনা টিকার পুরো ডোজ সম্পন্ন করেছেন। এর আগে, বুধবার একটি ডাক সংস্কার বিলে স্বাক্ষরের জন্য একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ন্যান্সি পেলোসি। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখন পর্যন্ত শীর্ষে রয়েছে। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ১৯ লাখ ৮৮ হাজার ২৭৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১১ হাজার ৯৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৬ কোটি ৬২ লাখ ১৯ হাজার ৪৬ জন।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর