১৪ এপ্রিল, ২০২২ ১০:১৮

গ্রীষ্মে পর্যটন মৌসুমকে লক্ষ্য করে করোনা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে গ্রিস

অনলাইন ডেস্ক

গ্রীষ্মে পর্যটন মৌসুমকে লক্ষ্য করে করোনা নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে গ্রিস

গ্রীষ্মে পর্যটন মৌসুমকে লক্ষ্য করে করোনাভাইরাস সংক্রমণ রোধে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে গ্রিস। এই সময়ে মাস্ক পরা ও করোনা সনদ সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ইউরোপের এই দেশটিতে। আগামী সেপ্টেম্বরে সেখানে আবারও করোনার বিধিনিষেধ আরোপ করা হতে পারে। গতকাল বুধবার এ খবর প্রকাশ করেছে রয়টার্স

রেস্টুরেন্টসহ জনসমাগম হয় এমন স্থানে আগামী ১ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত গ্রিসে করোনাভাইরাসের টিকা ও অসুস্থতার সনদ দেখাতে হবে না। 

গ্রিসে প্রবেশ করতে ইইউ ডিজিটাল কভিড সনদ দেখাতে হয়। এই নিয়মও শিথিল করার কথা ভাবছে গ্রিস। ১ জুন থেকে ইনডোরে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে না। ইস্টারের ছুটির পর শিক্ষার্থীদের নিয়মিতভাবে নেগেটিভ পরীক্ষার প্রমাণও দিতে হবে না।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর