২৭ এপ্রিল, ২০২২ ১৭:২১

টানা সাত দিন করোনায় মৃত্যুশূন্য

অনলাইন ডেস্ক

টানা সাত দিন করোনায় মৃত্যুশূন্য

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৬২৫ জনে। এছাড়া এ সময়ে নতুন করে কারও মৃত্যু হয়নি। এর আগে গত ২০ এপ্রিল ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে ভাইরাসিটিতে টানা সাতদিন মৃত্যুহীন দেশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার নমুনা পরীক্ষা করে এই ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ। 

এছাড়া মৃতের সংখ্যা আগের মতোই অপরিবর্তিত রয়েছে। দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জন। এছাড়া মোট সুস্থ হয়েছন ১৮ লাখ ৯৪ হাজার ৪৫৭ জন। এর মধ্যে গত একদিনে সেরে উঠেছেন ৩৩৪ জন। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর