৬ মে, ২০২২ ১১:২৭

দেশের ১১ কোটি ৬৪ লাখ মানুষ দুই ডোজের আওতায়

অনলাইন ডেস্ক

দেশের ১১ কোটি ৬৪ লাখ মানুষ দুই ডোজের আওতায়

ফাইল ছবি

করোনা প্রতিরোধে দুই ডোজ টিকার আওতায় এসেছে দেশের ১১ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৮৩১ জন মানুষ। প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৪৯৪ জন।  

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তি তে বলা হয়েছে, এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ২৮ লাখ ৬৭ হাজার ১৬৭ জন।

অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ১০৬ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

করোনা টিকার নিবন্ধন শুরু হয় ২০২১ সালের ২৭ জানুয়ারি। ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছর বয়সী যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর