৯ জুন, ২০২২ ১৪:৫৯

ওমিক্রন টিকার ট্রায়ালে ইতিবাচক ফল পাওয়ার ঘোষণা মডার্নার

অনলাইন ডেস্ক

ওমিক্রন টিকার ট্রায়ালে ইতিবাচক ফল পাওয়ার ঘোষণা মডার্নার

প্রতীকী ছবি

মডার্না জানিয়েছে, তাদের নতুন টিকা মূল করোনা ও করোনার নতুন প্রজাতি ওমিক্রনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আগের টিকার চেয়ে বেশি কার্যকরী। যুক্তরাষ্ট্রের বায়োটেকনোলজি কোম্পানি বুধবার এ ঘোষণা দিয়েছে।

৮১৪ জন প্রাপ্তবয়স্কের ওপর বাইভ্যালেন্ট বুস্টার ক্যান্ডিডেট এমআরএনএ-১২৭৩.২১৪ এর কার্যকারিতার বিষয়ে ট্রায়াল পরিচালনা করা হয়েছে। ট্রায়ালে দেখা গেছে, মর্ডানার মূল স্পাইকভ্যাক্স টিকার চেয়ে নতুন টিকাটি বেশি কার্যকরী।

এ ট্রায়ালে অংশ নেওয়ার সবাই আগে স্পাইকভ্যাক্সের তিনটি ডোজ গ্রহণ করেছিলেন। তাদের অর্ধেকের বেশি ব্যক্তিকে নতুন টিকাটি প্রদান করা হয়েছে। বাকিদের স্পাইকভ্যাক্সের আরও একটি ডোজ দেওয়া হয়েছিল। অ্যান্টিবডির মাত্রা একমাস পরে পরীক্ষা করা হয়। 

পরীক্ষায় দেখা গেছে, তারা নতুন টিকাটি গ্রহণ করেছেন তাদের শরীর স্পাইকভ্যাক্স গ্রহণকারীদের চেয়ে বেশি সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা তৈরি হয়েছে। 

সূত্র: মর্ডানার ওয়েবসাইট

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর