১২ জুন, ২০২২ ১৩:৪৫

৬ বছরের কম বয়সী শিশুদের জন্য মডার্নার টিকা কার্যকর : এফডিএ

অনলাইন ডেস্ক

৬ বছরের কম বয়সী শিশুদের জন্য মডার্নার টিকা কার্যকর : এফডিএ

৬ বছর বয়সী এক শিশু টিকা দেওয়ার ফাইল ছবি

৬ বছরের কম বয়সী শিশুদের জন্য মডার্নার টিকা কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

শুক্রবার রাতে এফডিএ জানায়, ৬ বছরের কম বয়সী শিশুদের বেলায় করোনভাইরাসের এই ভ্যাকসিন উদ্বেগজনক পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করেনি। বরং সংক্রমণ প্রতিরোধে তা কার্যকর। 

এদিকে এফডিএ’র উপদেষ্টারা ৬ মাস থেকে ১৭ বছর বয়সী শিশুদের জন্য এই ভ্যাকসিনের জরুরি অনুমোদনের জন্য মডার্নার অনুরোধ মঞ্জুর করার সুপারিশ করবে কি না, সেই সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে বৈঠকে বসার কথা রয়েছে। 

তারা ফাইজার এবং এর জার্মান অংশীদার বায়োএনটেকের কাছ থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য পেডিয়াট্রিক ভ্যাকসিন অনুমোদনের একটি আবেদনও বিবেচনা করবে। এফডিএ সোমবার ফাইজারের আবেদনের বিশ্লেষণ প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

এফডিএ বলেছে, ১১ বছর বা তার কম বয়সী শিশুরা সাধারণত কিশোর-কিশোরীদের তুলনায় ভ্যাকসিনের কম পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেছে। এটা সম্ভবত তাদের ডোজ দুর্বল হওয়ার কারণে হয়েছে। যদিও ৬ বছরের কম বয়সী শিশুদের মধ্যে জ্বর বেশি দেখা যায়। 

এর আগে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মডার্না টিকাটির অনুমোদনের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিস্ট্রেশন, ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি ও অন্যান্য বৈশ্বিক নিয়ন্ত্রণ সংস্থার কাছে আবেদন করে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

সর্বশেষ খবর