২০ জুন, ২০২২ ২১:২৪

চট্টগ্রামে বাড়ছে করোনা শনাক্তের হার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বাড়ছে করোনা শনাক্তের হার

প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ফের বেড়েছে। সোমবার ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় কেউ মারা যাননি।

এর আগে, গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চট্টগ্রামে করোনা শনাক্ত ছিল ৫ শতাংশ। পরে শনাক্ত কমতে কমতে ১ শতাংশের নিচে নেমে এসেছিল। কিন্তু এখন তা আবার বাড়ছে। করোনা মোকাবিলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রস্তুত আছে বলে জানা যায়।

জানা যায়, এখন জাতীয় পর্যায়েও করোনার সংক্রমণ বাড়ছে। গত শনিবার সকাল ৮টা থেকে গত রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৫৯৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৩৮। এ সময় দেশে করোনায় কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৩০ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা এবং একজন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস বলেন, সারাদেশে এবং চট্টগ্রামে করোনা শনাক্তের হার বাড়ছে। প্রচণ্ড দ্রুততায় কোভিড ছড়াচ্ছে। চারপাশে চরম শিথিলতা, লক্ষণ থাকলেও পরীক্ষা করতে চায় না। মাস্ক ব্যবহারের হার প্রায় শূন্যের কাছাকাছি। তবে শিথিলতা ও উদাসীনতার হয়তো চরম মূল্য দিতে হতে পারে। ভয়াবহ পরিস্থিতিও সৃষ্টি করতে পারে। কিন্তু কোভিড উপসর্গ নিয়ে গুরুতর রোগী পাওয়া যাচ্ছে। এমনকি তিন ডোজ ভ্যাকসিন দেওয়ার পরও গুরুতর আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাই সাধারণ সর্দি-জ্বর, কাশি হলেও পরীক্ষা করতে হবে।

চমেক হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. ইনসাফি হান্না বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি ও পরবর্তী সেবার করণীয় নিয়ে আমরা বৈঠকে বসেছি। বৈঠকে করোনার সেবা নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেকেনো পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত আছে।

জানা যায়, চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭৭০। মোট মারা গেছেন ১ হাজার ৩৬২ জন। চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৩ এপ্রিল। একই বছরের ৯ এপ্রিল চট্টগ্রামে করোনায় প্রথম মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর