৭ জুলাই, ২০২২ ১২:১২

ভারতে করোনায় উদ্বেগ বাড়ছে, একদিনে আক্রান্ত প্রায় ১৯ হাজার

অনলাইন ডেস্ক

ভারতে করোনায় উদ্বেগ বাড়ছে, একদিনে আক্রান্ত প্রায় ১৯ হাজার

প্রতীকী ছবি

করোনার চতুর্থ ঢেউয়ের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ভারত। বৃহস্পতিবার ফের অনেকটা ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের গতি, যা আশঙ্কায় রাখছে বিশেষজ্ঞদের।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৩০ জন। যা গতকালের থেকে অনেকটাই বেশি। বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ১ লাখ ১৯ হাজার ৪৫৭ জন। যা গতকালের থেকে ৪ হাজার ২৪৫ জন বেশি।

এছাড়া একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন। এই সংখ্যাটাও গত কয়েক দিনের তুলনায় খানিকটা বেশি। ভারতে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৫ হাজার ৩০৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ২৯ লাখ ২১ হাজার ৯৭৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪ হাজার ৬৫০ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫২ শতাংশ।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর