১৪ জুলাই, ২০২২ ১৬:৫২

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ১৭.৯৬ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনা সংক্রমণের হার ১৭.৯৬ শতাংশ

চট্টগ্রামে প্রতিদিনই সংক্রমণ চলছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ৪১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। নতুন শনাক্ত হওয়া ৭৪ জনের মধ্যে ৫৯ জন নগরের এবং ১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে মোট আক্রান্ত হয় ১ লাখ ২৭ হাজার ৮৮৮ জন।

এর মধ্যে নগরের ৯৩ হাজার ১৮৫ জন এবং উপজেলার ৩৪ হাজার ৭০৩ জন। ইতোমধ্যে মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন। এর মধ্যে নগরের ৭৩৫ জন এবং উপজেলার ৬৩০ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, গত কয়েকদিন ধরে চট্টগ্রামে করোনা সংক্রমণ বাড়ছে। ফলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একই সঙ্গে সর্বোচ্চ সতর্কতা ও সচেতনতা অবলম্বন করতে হবে।

বিডি প্রতিদিন/আবু জাফর

সর্বশেষ খবর