১৬ জুলাই, ২০২২ ১০:২১

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ১ হাজার ৫৪০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ১ হাজার ৫৪০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন এবং করোনাজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪০ জনের। এছাড়া এ সময়ের মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৬৮ হাজার ৮৭৯ জন।

শনিবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ-মৃত্যুতে বিশ্বে শীর্ষে ছিল ব্রাজিল। দক্ষিণ আমেরিকার বৃহত্তম এ দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৫৯ জন এবং করোনাজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ২৯৯ জনের।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

সর্বশেষ খবর