১৯ জুলাই, ২০২২ ১৬:৫২

বরিশালে করোনা প্রতিরোধক বুস্টার ডোজ ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে করোনা প্রতিরোধক বুস্টার ডোজ ক্যাম্পেইন

দেশের অন্যান্য স্থানের মতো বরিশাল জেলায়ও করোনা প্রতিরোধক টিকার বুস্টার ডোজ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া এই ক্যাম্পেইন ৩ দিন চলবে। এদিকে বরিশাল নগরীর ৮টি কেন্দ্রের ১৬টি বুথে বুস্টার ডোজ চলমান রয়েছে। 

সকাল থেকে বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকার বুস্টার ডোজ গ্রহীতারা লাইনে দাঁড়িয়ে বুস্টার ডোজ নিচ্ছেন। যাদের ২য় ডোজ ৪ মাস হয়েছে তারা এই টিকা গ্রহণ করতে পারছে। অন্যান্য কেন্দ্র বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, বঙ্গবন্ধু অডিটরিয়াম, পপুলার ডায়গস্টিক সেন্টার, কাউনিয়া মাতৃসদন, রেড ক্রিসেন্ট হাসপাতল এবং মা ও শিশু কল্যান কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকেল  ৫টা পর্যন্ত টিকা দেয়া হচ্ছে। বরিশাল নগরীতে করোনা বুস্টার ডোজ চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

এছাড়া ৩ দিনব্যাপী ক্যাম্পেইনে বরিশাল জেলার ১০ উপজেলায় ২৭৬ টি কেন্দ্রের ৩০৭ টি বুথে বুস্টার ডোজ দেয়া হচ্ছে। ১৯ থেকে ২১ জুলাই ৩দিন জেলার ১০ উপজেলায় ১ লাখ ৮০ টিকা গ্রহীতাকে টিকার বুস্টার ডোজ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর