১৯ জুলাই, ২০২২ ২১:১৭

বগুড়ায় ৩ দিনে বুস্টার ডোজ পাবে ২ লাখের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বগুড়ায় ৩ দিনে বুস্টার ডোজ পাবে ২ লাখের বেশি মানুষ

বগুড়ায় করোনার সংক্রমণ রোধে বুস্টার ডোজ দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বগুড়ায় ৩ দিনে ২ লাখের বেশি মানুষকে বুস্টার টিকা দেওয়া হবে। মঙ্গলবার সকাল ১১ টায় গোকুল ইউনিয়নে তসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম। এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদরের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, গোকুল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াসহ অন্যান্য ব্যক্তিবর্গ। 

বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বুস্টার ডোজ দিবস উপলক্ষে বগুড়ায় ১৮ বছর বা তার ঊর্ধ্বে ব্যক্তিদের এ টিকা দেওয়া হচ্ছে। এ ছাড়াও প্রথম ও দ্বিতীয় ডোজ করোনা টিকাও দেওয়া হচ্ছে। জেলার ১২ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, চার পৌরসভার ৪৮ টি ওয়ার্ড, সরকারি মোহাম্মদ আলী হাসপাতাল এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের স্থায়ী কেন্দ্রে, ১০৯ টি ইউনিয়নের ৩২৭ টি ওয়ার্ডে এই টিকাদান কার্যক্রমে শুরু হয়েছে। আগামী তিনদিনে বগুড়ায় ২ লাখ ১১ হাজার ৫০০ মানুষকে বুস্টার টিকা দেওয়া হবে।


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর