২৩ জুলাই, ২০২২ ১০:৪৯

বরিশালে করোনা শনাক্তের হার কমেছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে করোনা শনাক্তের হার কমেছে

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়েছে। তবে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার কমেছে। 

হাসপাতালের পরিচালক কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৪ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ১ জন রোগী করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন। এই সময়ে নানা উপসর্গ নিয়ে ৩ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। 

শনিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ৬ জন রোগী। 

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় শনাক্তের হার অনেক কমেছে। শনিবার ৪৬ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০.৮৬ ভাগ। 

এর আগে শুক্রবার ২৯.৫০ ভাগ, বৃহস্পতিবার ১১.৯০ ভাগ, বুধবার ১৬.৬৬ ভাগ, মঙ্গলবার ১২.০৬ ভাগ, সোমবার ১৮.৮৬ ভাগ, রবিবার ৫.৫৫ ভাগ এবং গত শনিবার ১১.৪৭ ভাগ করোনা শনাক্ত হয়। 

২০২০ সালের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ডে চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৭শ’ ৯ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২শ’ ২৬ জন রোগী। করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১ হাজার ৪শ’ ৭৮ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৪১ জনের করোনা ছিলো পজেটিভ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর