২০ আগস্ট, ২০২২ ১০:৪২

ভারতে একদিনে করোনা আক্রান্ত ১৩ হাজারের বেশি

অনলাইন ডেস্ক

ভারতে একদিনে করোনা আক্রান্ত ১৩ হাজারের বেশি

প্রতীকী ছবি

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৭২ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৫ হাজারের বেশি।

সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লাখ ১ হাজার ১৬৬ জন। গোটা ভারতে অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.২৩ শতাংশ।

এছাড়া ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। দেশে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৮৯।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৯ কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৮৩০ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৬৫ হাজার ৫১৫ জন।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর