৪ সেপ্টেম্বর, ২০২২ ১৪:০৫

ভারতে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক

ভারতে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

প্রতীকী ছবি

ভারতে প্রায় প্রতিদিনই একটু একটু করে নিয়ন্ত্রণে আসছে করোনা পরিস্থিতি। নিম্নমুখী হচ্ছে করোনা আক্রান্তের গ্রাফ। ব্যতিক্রম হলো না রবিবারও। এদিন খানিকটা কমল দৈনিক করোনা আক্রান্ত। কমেছে অ্যাকটিভ কেসও।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮০৯ জন। গতকাল সংখ্যাটা ছিল ৭ হাজারের সামান্য বেশি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে অ্যাকটিভ কেসও। ভারতে সক্রিয় রোগী বর্তমানে ৫৫ হাজার ১১৪ জন।

এছাড়া ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। যা আগের দিনের থেকে অনেকটা কম। ভারতে এখন পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৯৯১।

মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ৩৮ লাখ ৭৩ হাজার ৪৩০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৬৯ শতাংশ।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর