২০ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৪৪

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪

অনলাইন ডেস্ক

করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬১৪

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬১৪ জনের।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৪৫ জনে। এছাড়াও মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৮৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন। একই সময়ে ৪ হাজার ৮৩১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৮২৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর