২০ সেপ্টেম্বর, ২০২২ ২২:২৫

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪ হাজার, মৃত্যু ১৫

অনলাইন ডেস্ক

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪ হাজার, মৃত্যু ১৫

প্রতীকী ছবি

ভারতে করোনার গ্রাফে খানিকটা স্বস্তি মিলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩ জন, যা আগের কয়েকদিনের তুলনায় বেশ খানিকটা কম। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৪৭ হাজার ৩৭৯ জন। একদিনে সুস্থ হয়েছেন ৪ হাজার ৬৭৬ জন। সুস্থতার হার ৯৮.৭১ শতাংশ।

গত কয়েকদিন ধরেই পজিটিভিটি রেট ছিল ঊর্ধ্বমুখী। মঙ্গলবার তা নিম্নমুখী। সোমবার পজিটিভিট রেট ছিল ২.৭৬ শতাংশ। মঙ্গলবার কমে দাঁড়াল ১.৩৭ শতাংশে। একদিনে ভারতে করোনায় মৃতের সংখ্যা ১৫। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৫ লাখ ২৮ হাজার ৩৭০ জন।

এদিকে ভারতে মহামারির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করতে চলছে টিকাকরণ কর্মসূচি। এখন পর্যন্ত মোট ২১৬ কোটি ৮০ হাজারের বেশি ডোজ দেওয়া হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই টিকার ডোজ দেওয়া হয়েছে ১৩ লাখ ১০ হাজার ৪১০। তবে উৎসবের মৌসুমে পজিটিভিটি রেট ও অ্যাকটিভ কেসের ঊর্ধ্বমুখী হারে চিন্তা থাকছেই।

বিডি প্রতিদিন/এমআই

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর