১৫ অক্টোবর, ২০২২ ১২:১৭

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ২৪৩০, মৃত্যু ১৭

অনলাইন ডেস্ক

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ২৪৩০, মৃত্যু ১৭

প্রতীকী ছবি

করোনাকে হার মানিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছে ভারত। কিন্তু এখনও যে মারণ ভাইরাস পুরোপুরি পিছু ছাড়েনি, তা দৈনিক পরিসংখ্যানেই স্পষ্ট। গত কয়েকদিন ধরেই বাড়ছে অ্যাকটিভ কেসের সংখ্যা।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২,৪৩০ জন। এছাড়া নতুন করে ১৭ জন মারা গেছেন। এখন পর্যন্ত কোভিড সংক্রমিত মোট ৪ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৪২৭ জন।

গতকালের তুলনায় সংক্রমণ সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ২৬ হাজার ৬১৮ জন। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৬ শতাংশ। ভারতে এখনও অবধি কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৮৭৪ জন।

তবে এরই মধ্যে আবার মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ৪ কোটি ৪০ লাখ ৭০ হাজার ৯৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ।

বিডি প্রতিদিন/এমআই

সর্বশেষ খবর