৯ নভেম্বর, ২০২২ ১১:০২

বুস্টার ডোজ পেলেন ৫ কোটি ৮২ লাখ ২১ হাজার ৩০৭ জন মানুষ

অনলাইন ডেস্ক

বুস্টার ডোজ পেলেন ৫ কোটি ৮২ লাখ ২১ হাজার ৩০৭ জন মানুষ

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশে এখন পর্যন্ত পাঁচ কোটি ৮২ লাখেরও বেশি মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকাদান কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৪ কোটি ২৪ লাখ ৯২ হাজার ৬৮১ জন। দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৪৩ লাখ ৬ হাজার ১০৯ জন মানুষ। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৮২ লাখ ২১ হাজার ৩০৭ জন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৫ লাখ ২২ হাজার ৮২০ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৩ হাজার ৪১০ জনকে। এছাড়াও বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৪৪  হাজার ২২২ জন মানুষ। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

সর্বশেষ খবর