১৬ ডিসেম্বর, ২০২২ ২১:১৭

যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে করোনা, মৃত্যুর হার বেড়েছে ৫০ শতাংশ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আবারও বেড়েছে করোনা, মৃত্যুর হার বেড়েছে ৫০ শতাংশ

প্রতীকী ছবি

১৪ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের হার ৩৩ শতাংশ বেড়ে ১৬ ডিসেম্বর প্রথম প্রহর পর্যন্ত ৬৪৮৮৯ হয়েছে। এ সময়ে মারা গেছে ৬৪০ জন অর্থাৎ দু’সপ্তাহ আগের তুলনায় তা ৫০ শতাংশ বেশী। করোনা টেস্টে পজিটিভ রেজাল্ট আসার হার হচ্ছে ১২ শতাংশ বেশী। হাসপাতালে ভর্তির হার ১৮ শতাংশ বেড়ে ৪০০৬৫ জন হয়েছে। আগের মতো এখনও নিউইয়র্ক, লসএঞ্জেলেস, আরিজোনা, নিউ মেক্সিকো এলাকায় প্রকোপ বেশী বলে জানিয়েছে স্বাস্থ্য এবং মানবসেবা দফতর। 

একইসাথে নিউইয়র্ক সিটির হেলথ কমিশনার সকলের প্রতি আহবান জানিয়েছেন মাস্ক পড়ার জন্য। কারণ, শীতের আগমণী বার্তার সাথে সাথে করোনা, ফ্লু এবং নতুন ‘রেসপিরেটরি সিনথিটিয়াল ভাইরাস’র প্রকোপ বেড়েছে। বাস, সাবওয়ে, ব্যস্ততম রাস্তা, হোটেল-রেস্টুরেন্ট, ফার্মেসী, গ্রোসারি প্রভৃতি স্থানে মাস্ক ব্যবহারের বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে বলে স্বাস্থ্য কমিশনার উল্লেখ করেছেন। 

বলা হয়েছে, করোনা ঠেকানোর অন্যতম মহৌওষধ হচ্ছে বুস্টার ডোজ। নিকটস্থ ফার্মেসী, ওয়ালমার্ট, সিবিএস স্টোরেও তা বিনামূল্যে পাওয়া যাচ্ছে। কোন সময়ক্ষেপণ নয়, অবহেলা-অবজ্ঞা নয়, এক্ষুণি সেই ভ্যাকসিন নিতে উদাত্ত আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কমিশনার। এই (nyc.gov/vaccinefinder)ওয়েবসাইট ভিজিট করলেই নিউইয়র্কে নিকটস্থ ডোজের তথ্য পাওয়া যাবে। বুস্টার ডোজ নেয়া ব্যক্তিরা আক্রান্ত হলেও হাসপাতালে যাবার মত পরিস্থিতি ঘটছে না। নিউইয়র্ক সিটি মেয়রের কম্যুনিটি এ্যাফেয়ার্স ইউনিটের কমিশনার ফ্রেড কেইজম্যান এ তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য, ২০২০ সালের ৩ জানুয়ারি থেকে এ বছরের ১৬ ডিসেম্বর প্রথম প্রহর পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৯ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪৬৯। এরমধ্যে মারা গেছে ১০ লাখ ৯০ হাজার জন। বিশ্বস্বাস্থ্য সংস্থা এ তথ্য দিয়েছে। মৃতদের মধ্যে হাজার খানেকের বেশি বাংলাদেশিও রয়েছেন। 


বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর