১৮ জানুয়ারি, ২০২৩ ০৮:৫৩

বিশ্বজুড়ে করোনায় আরও ১ হাজার ১৮৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

বিশ্বজুড়ে করোনায় আরও ১ হাজার ১৮৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬২৫ জন। মহামারি শুরুর পর এখন পর্যন্ত সব মিলিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৫৫৯ জন। আর মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৩২ হাজার ১৩৮ জনের।

বুধবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন এশিয়ার দেশ জাপানের মানুষ। এ সময়ের মধ্যে দেশটিতে ৫৪ হাজার ১৮৮ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে।

আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানিও হয়েছে জাপানে। এ সময়ের মধ্যে জাপানে মৃত্যু হয়েছে ২৮৪ জনের। দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জনের মৃত্যু হয়েছে জার্মানিতে। এরপরই আছে মেক্সিকো, সেখানে ৮৫ জনের মৃত্যু হয়েছে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর