১১ মে, ২০২৩ ০৮:৫২

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ২০৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ২০৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী আরও ২০৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ২৫১ জন। সুস্থ হয়েছেন ৪৮ হাজার ৫৯০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৮০ লাখ ৬০ হাজার ২০৫ জন। এরমধ্যে মারা গেছেন ৬৮ লাখ ৭২ হাজার ৮৩২ জন। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৪ লাখ ৭৫ হাজার ৪১৫ জন।
 
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৪৮ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৩২ জন।

সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৫২১ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর