৩১ ডিসেম্বর, ২০২৩ ১৬:০৪

ভারতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

অনলাইন ডেস্ক

ভারতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

ফাইল ছবি

করোনার নতুন দেখা দেওয়ার পরই ভারতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তের এই সংখ্যাটা সাড়ে ৭ মাস বা ২২৭ দিনের মধ্যে সর্বোচ্চ। এছাড়া গত একদিনে ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৩ জন। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৪১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ সংখ্যা গত ২২৭ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগের দিন প্রায় ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়। নতুন এ সংখ্যা নিয়ে ভারতের করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৯ জনে।

এদিকে করোনার ওমিক্রন স্ট্রেইনের যে উপধরন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে বিশ্বজুড়ে, সেই জেএন.১ আক্রান্ত রোগীর সংখ্যা ভারতেও বাড়ছে। ভাইরাসের নতুন এই সাব-ভ্যারিয়েন্ট ইতোমধ্যেই দেশজুড়ে ১৬০ জনের বেশি রোগীর দেহে পাওয়া গেছে। শুধু ডিসেম্বর মাসেই ১৪৩ জনের শরীরে এই উপধরন মিলেছে।

গত ২৪ ঘণ্টায় কেরালা, কর্নাটক এবং বিহারে করোনায় একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সব মিলিয়ে করোনায় ভারতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৩৬১ জনের।

বিশেষজ্ঞদের দাবি, নতুন এই সাব-ভ্যারিয়েন্টের জেরে বিশ্বজুড়ে দেখা দিতে পারে হৃদরোগের মহামারি! হতে পারে স্ট্রোকও! নতুন জাপানি গবেষণায় এমনই দাবি করা হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর