২২ আগস্ট, ২০২১ ২০:৫৬

'উদ্যোক্তা কোম্পানি'র স্বীকৃতি লাভ করল আহমেদ ফুড প্রোডাক্টস

প্রেস বিজ্ঞপ্তি

'উদ্যোক্তা কোম্পানি'র স্বীকৃতি লাভ করল আহমেদ ফুড প্রোডাক্টস

বাংলাদেশ থেকে টানা ১০বার 'The BIZZ' কর্তৃক ডিকেড অফ এক্সেলেন্স ২০২১ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আহমেদ ফুড প্রোডাক্টস (প্রাইভেট) লিমিটেড 'উদ্যোক্তা কোম্পানি'র স্বীকৃতি লাভ করে। একই অনুষ্ঠানে আহমেদ ফুডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ 'The BIZZ' কর্তৃক 'এক্সিলেন্স ইন মার্কেটিং ম্যানেজমেন্ট' স্বীকৃতি পান।

'The BIZZ', (USA) ওয়ার্ল্ড কনফেডারেশন অফ বিজনেস (ওয়ার্ল্ডসিওবি) দ্বারা তৈরি করা হয়েছিল, যাতে বিশ্ব ব্যবসায়ী সম্প্রদায়কে বিভিন্ন সুবিধা প্রদান করা যায় যা তাদের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যায়। এটি বিভিন্ন অঞ্চলের নেতৃস্থানীয় ব্যবসাগুলিকে একত্রিত করে এবং স্বীকৃতি দেয় যা তাদের স্থানীয় অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতির দৈনন্দিন বৃদ্ধিতে অবদান রাখে। 

মিনহাজ আহমেদের প্রচেষ্টা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আহমেদ ফুড কয়েক দশক ধরে আন্তর্জাতিক পুরস্কারের স্বীকৃতিতে সর্বদা তাদের পথ তৈরি করেছে। এই বর্তমান মহামারী পরিস্থিতিতে যেখানে বেশিরভাগ কোম্পানি প্রবৃদ্ধি এবং সম্ভাবনার দিক থেকে খারাপ অবস্থায় রয়েছে, আহমেদ ফুড তার ব্যবস্থাপনা পরিচালকের তত্ত্বাবধানে নতুন ব্যবসায়িক কৌশল গ্রহণ করছে। স্থানীয় বাজারে নেতৃত্ব দেওয়া এবং বিশ্ব বাজারে সম্প্রসারণের উদ্দেশ্য নিয়ে মিনহাজ আহমেদ, আহমেদ ফুড টিমকে সেই লক্ষ্যের দিকে পরিচালিত করছেন যেখানে এই পুরষ্কারগুলি সাফল্য চিহ্নিত করছে।

এক যুগ ধরে আহমেদ ফুড বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপন করছে তার পণ্যের গুনগত মান বজায় রেখে। এই সাফল্য অর্জনে আহমেদ ফুড এবং এর এমডি মিনহাজ আহমেদকে অসংখ্য শুভেচ্ছা। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর