২৩ আগস্ট, ২০২১ ০৩:১৬

অনলাইনে ওয়ানস্টপ সমাধানে নাঈমের ‘ইয়েগার ডিজিটাল’

অনলাইন ডেস্ক

অনলাইনে ওয়ানস্টপ সমাধানে নাঈমের ‘ইয়েগার ডিজিটাল’

মোহাম্মদ নাঈম

ঊনিশ বছর বয়সী মোহাম্মদ নাঈম শৈশব থেকেই নতুন কিছু করার চিন্তা-ভাবনা ও গবেষণায় মগ্ন থাকতেন। নতুন কিছু করার তাড়নাই তাকে ডিজিটাল প্লাটফর্ম মার্কেটার এবং ভার্চুয়াল উদ্যোক্তায় পরিণত করেছে। তার প্রতিষ্ঠানের নাম ইয়েগার ডিজিটাল। 

অল্প বয়সেই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ শুরু করেন মোহাম্মাদ নাঈম। নিজের প্রতিষ্ঠান সম্পর্কে এই ভার্চুয়াল উদ্যোক্তা জানান, ইয়েগার ডিজিটালের বিজ্ঞাপন কৌশল আপনাকে অথবা আপনার ব্র্যান্ডকে আপনার প্রত্যাশিত দর্শকদের কাছে আরও দৃশ্যমান করে তোলে। এটি মূলত ভার্চুয়াল জগতের প্রতিটি সমস্যার ওয়ানস্টপ সমাধান।

নাঈম বলেন, ইয়েগার ডিজিটাল ভার্চুয়াল কন্টেন্টের কপি রাইটিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টস, পাবলিক রিলেশন ম্যানেজমেন্ট, পার্সোনাল ব্র্যান্ডিং ইত্যাদির যত্ন নেয়। অনলাইন উদ্যোক্তাদের গাইডলাইনের পাশাপাশি ইয়েগার ডিজিটাল তাদের দর্শক এবং দর্শকদের ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং মার্কেটিং ব্যবস্থাপনা ছাড়াও সর্বশেষ খবর সরবরাহ করে।

ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে মোহাম্মদ নাঈম বলেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে নিজের দক্ষতা বাড়াতে হবে। কারণ সঠিক জ্ঞান নিয়েই এ সেক্টরে সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। সেজন্য সবার প্রথমে দক্ষতা বাড়াতে হবে। প্রতিনিয়ত অনলাইনে চোখ কান খোলা রেখে বিচরণ করতে হবে। পাশাপাশি জানতে হবে বিভিন্ন টুলসের ব্যবহার। কি ধরনের কনটেন্ট পছন্দ করছে লাখো মানুষ সেদিকে খেয়াল রাখতে হবে। ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কনটেন্ট তৈরি ভীষণ গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

মোহাম্মদ নাঈম বলেন, "ডিজিটাল মার্কেটিং হল বিজ্ঞাপন প্ল্যাটফর্মের নতুন অস্ত্র এবং যেহেতু বেশিরভাগ মানুষেরই ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে, তাই ডিজিটাল মার্কেটিং হল একমাত্র পথ।"

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর