১২ সেপ্টেম্বর, ২০২১ ২১:৪৭

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আইজিডিআইএস'র উদ্যোক্তা বিষয়ক ওয়েবিনার

অনলাইন ডেস্ক

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আইজিডিআইএস'র উদ্যোক্তা 
বিষয়ক ওয়েবিনার

সিআইইউর ইনস্টিটিউট অব গভর্নেন্স

স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশের খেতাব জুটেছে বাংলাদেশের। তবে সেই খেতাব যেন উত্তরণের সঙ্গে সামনে একগাদা চ্যালেঞ্জ মোকাবিলার বার্তা দিচ্ছে। বড় দেশগুলোর সঙ্গে বাণিজ্যে টেক্কা দিয়ে টিকে থাকতে হলে ২০২৬-এর মধ্যেই আমাদের মাথাপিছু আয়, মানবসম্পদ আর অর্থনৈতিক প্রবৃদ্ধির উত্তরণ ঘটাতে হবে। 

চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত অর্থনৈতিক ও উদ্যোক্তা বিষয়ক ওয়েবিনারে এমনই কথা বলেছেন সরকারের সাবেক সচিব, অডিটর, উদ্যোক্তা ও বিশিষ্টজনরা। 

সিআইইউর ইনস্টিটিউট অব গভর্নেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস (আইজিডিআইএস) সম্প্রতি ‘উইন: হাউ পাবলিক এন্ট্রেপ্রেনিউরশিপ ক্যান ট্রান্সফর্ম দি ডেভেলপিং ওয়ার্ল্ড’ শিরোনামে অনলাইনে এই অনুষ্ঠানের আয়োজন করে। 

এতে বক্তারা জানান, অর্থনীতির অনেক সূচকেই বাংলাদেশ ধারাবাহিকভাবে সাফল্য বয়ে আনছে। তবে সাফল্যের সঙ্গে বিগত বছরগুলোতে নানান সেক্টরে আমরা কেন পিছিয়ে পড়েছি, তা নিয়ে গবেষণার প্রয়োজন আছে। সরকারিভাবে পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারিখাতে নিত্য-নতুন উদ্যোক্তা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মত দেন অনেকে। 

অনুষ্ঠানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তি খাতে অগ্রসরতা, উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ, কর্মসংস্থান বৃদ্ধি, ব্যাংক লোন, সরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা, নারীর ক্ষমতায়ন, পোশাকশিল্পের অবস্থান, দারিদ্র্যের হার কমিয়ে আনাসহ টেকসই উন্নয়নের নানান পরিকল্পনাগুলো অত্যন্ত চমৎকারভাবে সবার সামনে তুলে ধরেন বক্তারা। 

ওয়েবিনারে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং ইডকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী কর্মকর্তা ড. এম ফৌজুল কবির খান। প্রধান অতিথি ছিলেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব বাংলাদেশ মোহাম্মদ মুসলিম চৌধুরী। সভাপতিত্ব করেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। 

সিআইইউর আইজিডিআইএসের পরিচালক অধ্যাপক সৈয়দ মনজুর কাদেরের প্রাণবন্ত সঞ্চালনে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক ড. মোসলেহউদ্দিন চৌধুরী খালেদ, সাবেক অতিরিক্ত সচিব এসএম আশরাফুল ইসলাম, বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব ড. নাজনীন কে চৌধুরী প্রমুখ। 

সিআইইউর আইজিডিআইএসের পরিচালক অধ্যাপক সৈয়দ মনজুর কাদের বলেন, ড. এম ফৌজুল কবির খানের লেখা বইয়ের আলোকে ওয়েবিনারটির আয়োজন করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে নিয়মিতভাবে অর্থনীতি বিষয়ক এমন অনুষ্ঠান আগামিতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলে উল্লেখ করেন তিনি।


বিডি প্রতিদিন/ অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর