১৫ নভেম্বর, ২০২১ ১৫:৪৭

“পকেটে কী? ভিটামিন সি”

অনলাইন ডেস্ক

 “পকেটে কী? ভিটামিন সি”

দেয়ালে দেয়ালে এখন একটা লেখাই বেশি চোখে পড়ছে। “পকেটে কী? ভিটামিন সি”। ভিটামিন সি আবার পকেটে! শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন শহরের দেয়ালেই “পকেটে কী? ভিটামিন সি”- এই লেখাটি দেখা যাচ্ছে। পথচারীদের জিজ্ঞেস করতে শুরু করলাম, দেয়ালের এই লিখনটি সম্পর্কে তারা কিছু জানে কিনা। কয়েকজনের সাথে কথা বলে বুঝতে পারলাম তাদের মধ্যেও আমার মতোই কৌতূহল কাজ করছে।

আমরা সবাই জানি ভিটামিন সি টক জাতীয় খাবার কিংবা লেবুতেই সবচেয়ে বেশি থাকে। এখন কি তাহলে আমাদের পকেটে লেবু রাখার কথা বলা হচ্ছে? একটু ভেবেচিন্তে মনে হলো দেশজুড়ে দেয়ালের এই লিখনটি নিশ্চয়ই বড় কোনো কোম্পানির ক্যাম্পেইনের অংশ। যেখানে সবার পকেটেই ভিটামিন সি পৌঁছে দেয়ার কোন ব্যবস্থা করা হচ্ছে।

যেই প্রতিষ্ঠানের পণ্যের জন্য এই ক্যাম্পেইনটি হোক না কেন, এটি বেশ ব্যতিক্রমী এবং জনসাধারণের মাঝে একধরনের আলোড়ন তৈরি করতে সফল হয়েছে। দেখা যাক, ঠিক কিভাবে ভিটামিন সি পৌঁছে যায় আমাদের পকেটে।  

বিডি প্রতিদিন/ফারজানা/পাভেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর