১০ ডিসেম্বর, ২০২১ ০৩:৩২

‘গ্রীন ফাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ জিতলো আকিজ ফুড এন্ড বেভারেজ

প্রেস বিজ্ঞপ্তি

‘গ্রীন ফাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ জিতলো আকিজ ফুড এন্ড বেভারেজ

উৎপাদন প্রণালীতে কার্বন নির্গমন নিয়ন্ত্রণ, গ্লোবাল ওয়ার্মিং  কমিয়ে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে ধারাবাহিকতা রক্ষা, নিরাপদ কর্ম পরিবেশ বজায় রাখার স্বীকৃতিস্বরূপ 'গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০'-এ ভূষিত হয়েছে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড।

বুধবার সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশবান্ধব প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি ব্যবহারে উৎসাহিত করার জন্য সরকারের এই উদ্যোগ।

অনুষ্ঠানের সভাপতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এহসানে ইলাহী 'গ্রীন ফ্যাক্টরি আওয়ার্ড ২০২০' প্রদান করেন।

আকিজ ভেঞ্চার গ্রুপ- এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ আলমগীর প্রতিষ্ঠানের পক্ষে 'গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০' গ্রহণ করেন।

বেশকিছু মাপকাঠি মেনে এই অ্যাওয়ার্ডটি দিয়েছে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এগুলো হলো - অপরিহার্য প্রতিপালন, পরিবেশগত প্রতিপালন, প্রাতিষ্ঠানিক প্রতিপালন ও উদ্ভাবনী কার্যক্রম। 

গ্রীন ফাক্টরি অ্যাওয়ার্ড অর্জন প্রসঙ্গে সৈয়দ আলমগীর বলেন, আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড শিল্প-কারখানার অভ্যন্তরে সবুজায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও কর্মীদের জন্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করে আসছে। যারই ফলশ্রুতি আজকে আমাদের এই অর্জন।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর