১১ ডিসেম্বর, ২০২১ ১৯:৫৮

‘অথবা ডটকম’ এ ‘টুয়েলভ টুয়েলভ’ ক্যাম্পেইন

প্রেস বিজ্ঞপ্তি

‘অথবা ডটকম’ এ ‘টুয়েলভ টুয়েলভ’ ক্যাম্পেইন

‘টুয়েলভ টুয়েলভ’ ক্যাম্পেইন নিয়ে আসছে অনলাইন কেনাকাটার জনপ্রিয় সাইট ‘অথবা ডটকম’ (www.othoba.com)। রবিবার এ ক্যাম্পেইনের আওতায় দিনব্যাপী আকর্ষণীয় সব ছাড়ে কেনাকাটা করতে পারবেন ক্রেতারা।

‘অথবা ডটকম’ এর হেড অব বিজনেস নূর মোহাম্মদ রাসেল বলেন, ‘১২-১২ সারাদিন, শপিং হবে সীমাহীন’ এ স্লোগান নিয়ে এবারের ‘টুয়েলভ টুয়েলভ’ ক্যাম্পেইনটি চলবে। আমাদের অনলাইনে প্রায় ১০ হাজারের অধিক পণ্য রয়েছে। এতে ক্রেতারা সর্বোচ্চ ৯৩ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনাকাটা করতে পারবেন। এ ছাড়া একটি নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় রয়েছে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা।’

টুয়েলভ-টুয়েলভ অফার সম্পর্কে বিস্তারিত https://www.othoba.com/12-12-offers লিংকে পাওয়া যাবে। এ ছাড়া যেকোনো জিজ্ঞাসায় ০৯৬১৩-৮০০৮০০ নম্বরে ফোন করলেও ক্রেতারা কাঙিক্ষত সেবা পাবেন। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 
 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর