শিরোনাম
৩০ ডিসেম্বর, ২০২১ ১৭:৫৯

বিইউবিটিতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

অনলাইন ডেস্ক

বিইউবিটিতে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) তে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও জনপ্রিয় ফোক ব্যান্ড “জলের গান” পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আগা খান মিন্টু। বাঙ্গালি জাতি গঠনে বঙ্গবন্ধুর অসামান্য অবদান এবং মুক্তিযুদ্ধের কঠিন দিনগুলোর কথা স্মরণ করে তিনি বলেন- মিরপুরবাসীর কেউই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি। তিনি নতুন প্রজন্মকে দেশ গঠনে আত্মনিয়োগ করার পরামর্শ দেন। 

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ এফ এম সরওয়ার কামাল এবং প্রফেসর মো. আবু সালেহ। 

স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী নূর। উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
  

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর