৯ জানুয়ারি, ২০২২ ১৭:০৭

সাইকেলে ১৬৭০ কিলোমিটার পাড়ি দিয়ে ৪ বাংলাদেশির বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক

সাইকেলে ১৬৭০ কিলোমিটার পাড়ি দিয়ে ৪ বাংলাদেশির বিশ্বরেকর্ড

সাইকেলে ১৬৭০ কিলোমিটার পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ৪ বাংলাদেশি। তারা হলেন দ্রাবিড় আলম, তানভির আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন ও রাকিবুল ইসলাম। গত ১০ ডিসেম্বর গড়া তাদের রেকর্ডকে স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস। ৫০ তম বিজয়ের মাসে ৪ জন উৎসাহী সাইকেল রাইডার যে স্বপ্ন নিয়ে ১৬০০ কিমি পাড়ি দিয়েছিল সেই উদ্যোগ পরিচিতি পেয়েছিল ‘ডাবর হানি প্রেজেন্টস #১৬০০কিমি বাই টিম বিডিসি পাওয়ার্ড বাই ডাবর গ্লুকোজ ডি’ হিসেবে।

গত ৮ থেকে ১০ ডিসেম্বর  নামের ওই ৪ রাইডার ৪৮ ঘণ্টায় রিলে সাইক্লিং করে ১৬৭০.৩ কিমি পার করেন। মিনিমাম রেকর্ডের রিকোয়ারমেন্ট ছিল ১৫০০ কিমি। তাদের পুরো ইভেন্টে সাপোর্ট করেছেন ৫৪ জন পেসার এবং ১০০ এর বেশি ভলান্টিয়ার। গত শুক্রবার রাতের দিকে গিনেস কর্তৃপক্ষ রেসের সকল ফুটেজ ও প্রমাণ পরীক্ষা নিরীক্ষা করে এই অভূতপূর্ব রেকর্ড এর বিষয়টি নিশ্চিত করেন।

তাই বিজয়ের ৫০তম মাসে বাংলাদেশ গর্ব করে বলতেই পারে ৪৮ ঘণ্টায় রিলে সাইক্লিং করে দীর্ঘতম দূরত্ব পাড়ি দেবার রেকর্ড এখন বাংলাদেশ-এর।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর