২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৫২

শিশুর মধুর বোল নিয়ে স্যাভলনের ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক

শিশুর মধুর বোল নিয়ে স্যাভলনের ক্যাম্পেইন

“দবণ” (লবণ), “গোত্ত” (গোশত), “গমর” (গরম)!  কথা শেখার শুরুতে, শিশুরা এমনই সব অদ্ভুত শব্দ বা বোল আবিষ্কার করে থাকে। এসব শব্দ উচ্চারণে ভিন্ন হলেও, ঠিকঠাক ভাষাগত যোগাযোগ তৈরি করে। বয়সভেদে, প্রতিটি শিশুই আলাদা-আলাদা বোল তৈরি করে থাকে। বাবা-মার কানে শিশুর এই আধো উচ্চারিত বোলগুলো একটি বিশেষ স্থান দখল করে থাকে আজীবন। শিশুর মুখে শোনা সেই বোলগুলো প্রতিটি বাবা-মায়ের কাছেই যেন মধুর মতো লাগে। এবারের ভাষার মাসে প্রথমবারের মতো শিশুদের এই মজার বোলগুলো নিয়ে “মধুর আমার শিশুর বোল” নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন শুরু করে, স্যাভলন।

স্যাভলন বাংলাদেশ ফেইসবুক পেইজে শিশুর বলা এসব মজার মধুর বোলগুলো চাওয়া হয় অভিভাবকদের কাছ থেকে। গত ২০ ফেব্রুয়ারি, ২০২২ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটিতে অসংখ্য অভিভাবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিশুদের হাজারো বোল লিপিবদ্ধ করা হয়।  

শিশুর সাথে কাটানো প্রতিটি মুহুর্ত আরো প্রাণবন্ত, মধুর ও স্মৃতিময় করে তোলাই ছিল স্যাভলনের এই ক্যাম্পেইনের উদ্দেশ্য। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর