৬ মার্চ, ২০২২ ১৪:১২

মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের ১০ বছর পূর্তিতে বরিশালে বর্ণাঢ্য মেলা

অনলাইন ডেস্ক

মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের ১০ বছর পূর্তিতে বরিশালে বর্ণাঢ্য মেলা

দেশের আর্থিক অন্তর্ভুক্তির চিত্র বদলে দেয়া মোবাইল আর্থিক সেবা খাতের ১০ বছর পূর্তি উদযাপনে বরিশালে অনুষ্ঠিত হলো এমএফএস মেলা। কীর্তনখোলা নদীর তীরে ত্রিশ গোডাউন প্রাঙ্গনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের বরিশাল অফিসের মহাব্যবস্থাপক মাহাবুবুর রহমান। 

মেলায় এমএফএস নিয়ে সচেতনতামূলক পুতুল নাচ, গম্ভীরা, পথ নাটক প্রদর্শিত হয়। ১১ কোটির বেশি গ্রাহকের এমএফএস খাতের ১০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে ‘হাতের মুঠোয় আর্থিক সেবা’ স্লোগানে। স্লোগানের সাথে মিল রেখে মেলায় ১০ বছর পূর্তির ‘থিম সং’ ও উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক রাফেজা আক্তার কান্তা, উপ-পরিচালক ফারহানা তারান্নুম তানিয়া এবং আনোয়ার উল্লাহসহ বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠানের কর্মকর্তা, পরিবেশক, এজেন্ট ও ব্যাংকের কর্মকর্তা। 

১০ বছর পূর্তি আয়োজনের পৃষ্ঠপোষকতায় রয়েছে বিকাশ, রকেট, এমক্যাশ, উপায়, ট্যাপ, মাই ক্যাশ, টেলিক্যাশ, মেঘনা ব্যাংক লিমিটেড, এফএসআইবি, রূপালী ব্যাংক লিমিটেড, ওকে ওয়ালেট, ইসলামিক ওয়ালেট ও নগদ। 

এমএফএস খাতের দশ ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিভাগীয় শহরগুলোতে এমএফএস মেলা ও ঢাকায় কেন্দ্রীয় সেমিনারসহ নানান উদ্যোগ নেয়া হয়েছে। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর