১৪ মার্চ, ২০২২ ১২:১৬

আকিজ বোর্ডের 'বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড' অর্জন

প্রেস বিজ্ঞপ্তি

আকিজ বোর্ডের 'বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড' অর্জন

বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ আয়োজিত 'বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২২' এ 'প্রোডাক্ট ডেভেলপমেন্ট' ও 'এসডিজি ইনক্লুশন' এই দুই ক্যাটিগরিতে পুরষ্কার পেয়েছে আকিজ লেকার গ্রেড বোর্ড। 

আকিজ পার্টিকেল বোর্ড লিমিটেড উদ্ভাবিত এ পণ্যে কাঠের মতই নকশা এবং বার্ণিশ করা যায়। পারটিকেল বোর্ড বা এই জাতীয় অন্যান্য পণ্যে যে সীমাবদ্ধতা ছিলো আকিজ লেকার গ্রেড বোর্ড তারই সমাধান এনে দিয়েছে। 

বার্ণিশ এবং নকশা খোদাই সবচেয়ে নিখুঁত রাখার জন্য আকিজ লেকার গ্রেড বোর্ডে সঠিক মাপের কাঠের চিপস ব্যবহার করা হয়। এই কাঠের উৎস হিসেবে আকিজ পার্টিকেল বোর্ড লিমিটেড গাছের গুঁড়ি বা গাছ ব্যবহার না করে গাছের ডালপালা বা শাখা ব্যবহার করে আর তাই পণ্য উৎপাদনে গাছ নিধন হয় না। 

এএফও'র তথ্যমতে- প্রতি বছর বাংলাদেশে ফার্নিচার তৈরিতে প্রায় ৭০ লাখ কিউবিক মিটার কাঠ ব্যবহার হয়। আকিজ লেকার গ্রেড বোর্ড কাঠের বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে সারা দেশে। এই কারণেই কাঠের ব্যবহার কমেছে মোটা দাগে। আকিজ লেকার গ্রেড বোর্ড কাঠের সাসটেইনেবল অল্টারনেটিভ হবার কারনে প্রতিবছর প্রায় ৩ লাখ কিউবিক মিটার কাঠ প্রকৃতিতে সংরক্ষণ করতে সক্ষম হয়েছে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর