১৭ মার্চ, ২০২২ ১৮:৪৩

ফ্রোবেল একাডেমির শিক্ষার্থীদের জেব্রা ক্রসিং ডিজাইন ও অঙ্কন

প্রেস বিজ্ঞপ্তি

ফ্রোবেল একাডেমির শিক্ষার্থীদের জেব্রা ক্রসিং ডিজাইন ও অঙ্কন

নগরীর চাঁদগাও আবাসিক এলাকার এ ব্লকে ডিজাইন ফর চেইঞ্জ-অ্যাপ্রোচ প্রজেক্টের আওতায় ফ্রোবেল একাডেমির শিক্ষার্থীরা শিশু-বান্ধব জেব্রা ক্রসিং ডিজাইন ও অঙ্কন করেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে নগরীর জন্য উপহার স্বরূপ এই উদ্যোগ নেয় শিশুরা।

নগরের উন্নয়নে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে শিশুদের ভূমিকাও সমানভাবে গুরুত্বপূর্ণ। অল্প বয়স থেকেই শিশুদের নাগরিক দায়িত্ববোধ শেখানো ফ্রোবেল একাডেমির কর্মযজ্ঞের একটি গুরুত্বপূর্ণ অংশ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রোবেল একাডেমির ডিরেক্টর মিসেস সাবিন আমীর, হেড অফ স্কুল মিসেস নুসরাত খান, সভাপতি ও সাধারন সচিব সি ডি এ আবাসিক এলাকা ব্লক-এ।

ফ্রোবেল একাডেমির একটি ক্যামব্রিজ ও স্টেম স্বীকৃত স্কুল। স্কুলটিতে প্রথম শ্রেণি থেকে ইনক্লুসিভ শিক্ষা ব্যবস্থাও চালু আছে। স্কুলটি মূলধারার প্রাঙ্গণে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের-(যেমন ডাউন সিনড্রোম, অটিজম) একই সাথে পাঠদান করে থাকে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর