২৬ মার্চ, ২০২২ ১৬:১৬

স্বাধীনতা দিবসে গান-কবিতায় প্রাণবন্ত সিআইইউ

প্রেস বিজ্ঞপ্তি

স্বাধীনতা দিবসে গান-কবিতায় প্রাণবন্ত সিআইইউ

স্বাধীনতা দিবসে সিআইইউর শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন

গান-কবিতা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে নগরের জামাল খান ক্যাম্পাসে দিনটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেওয়া হয়। 

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সিআইইউর জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়তে তরুণদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন।

তিনি বলেন, স্বাধীনতা ধরে রাখার চলমান এই পথচলায় আমাদের সবার দায়িত্ব রয়েছে। বাংলাদেশ শুধু অর্থনীতিতে নয়, সব দিকেই এখন এগিয়ে। তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ করে এ দেশকে বিশ্বের বুকে অন্য উচ্চতায় নিয়ে যাবে এমনটি চাওয়া সবার। 

সিআইইউর রেজিস্ট্রার আনজুমান বানু লিমার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন দুই অনুষদের  ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ এবং ড. মোহাম্মদ রেজাউল করিম। আরও বক্তব্য দেন বিজনেস স্কুলের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, শিক্ষার্থী আফরিদা, রেজা, শৈলী প্রমুখ।

অনুষ্ঠানের শেষে ‘সূর্যোদয়ে তুমি’ দেশাত্মবোধক গান দিয়ে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। বিভিন্ন পর্বে শিক্ষার্থী হুমায়রা, সামিয়া, সামিহা, অতুল, অতীন্দ্রিলা, শ্রেয়া, তৃষা, মিতু, অনিন্দিতা, প্রীতু, পাপড়ি অংশ নেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর