১ এপ্রিল, ২০২২ ১২:৩০

'নেতৃত্ব দক্ষতা বাড়িয়ে তরুণদের বিশ্ব নেটওয়ার্কে যুক্ত হতে হবে'

অনলাইন ডেস্ক

'নেতৃত্ব দক্ষতা বাড়িয়ে তরুণদের বিশ্ব নেটওয়ার্কে যুক্ত হতে হবে'

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেছেন, পুরুষের অলংকার হচ্ছে যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বগুণ। জেসিআই সদস্যদের এসব গুণে গুণান্বিত করার জন্য বদ্ধপরিকর। সংগঠনে যুক্ত হলে নানাভাবে এসব গুণ অর্জন করা যায়। 

বৃহস্পতিবার জেসিআই- কক্সবাজার ইউনিটের অভিষেক, চেইন হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। 

নিয়াজ মোর্শেদ এলিট তরুণদের নেতৃত্বে আসার অনুপ্রেরণা দিয়ে বলেন, নেতৃত্বগুণ এমন একটি দক্ষতা- যা দিয়ে বিশ্ব নেতৃত্বের সাথে সেতুবন্ধন গড়া যায়। জেসিআই এর নেতৃত্ব আছি বলে পৃথিবী জুড়ে আমার একটি নেটওয়ার্ক তৈরি হয়ে।  

জেসিআই কক্সবাজার এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। 

প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আমাদের দেশে উচ্চতর ডিগ্রি সবাই চাকরি চায়। কেউ ব্যবসায়ি বা উদ্যোক্তা হতে চায় না। এ কারণে অনেক ক্ষেত্রে আমাদের অগ্রযাত্রা আটকে আছে। এই চাকরির ধ্যান-ধারণা বেরিয়ে আসতে হবে। পড়ালেখা করে বের হয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে। উদ্যোক্তা হয়ে দেশে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেসিআই ন্যাশনাল কমিটির ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট সাইফউদ্দৌল্লাহ, সেক্রেটারি জেনারেল জিয়াউল হক। কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম। 

এছাড়া অনুষ্ঠানে জেসিআইয়ের বিগত কমিটির নেতৃবৃন্দ এবং নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেসিআই কক্সবাজার এর প্রেসিডেন্ট আবু ফারহানকে শপথ পড়ান ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। বোর্ড সদস্যদের পড়ান আবু ফারহান। একই সাথে তাকে চেইন হস্তান্তর করেন ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট ও সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

জেসিআই কক্সবাজার এর অন্যান্য পদে নির্বাচিতরা হলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহসার সাগর, ভাইস প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান ও তাহসীন লুৎফুর, লোকাল ট্রেইনিং কমিশনার আমজাদ মাহমুদ, জেনারেল লিগ্যাল কাউন্সিল হুমায়ন কবির রুবেল, ট্রেজারার ফয়সাল সিদ্দিকী, মনোয়ার জিসান নাজিম উদ্দিন আহমেদ ও আরিফুর রহমান ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন। 

অনুষ্ঠানে ২০১৩ সাল থেকে জেসিআই’র সাবেক প্রেসিডেন্টদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর