১৬ এপ্রিল, ২০২২ ১৫:১১

মিলভিক নিয়ে এলো হেলথ ওয়ালেট সুবিধাসহ হেলথ প্লাস অ্যাপ

সংবাদ বিজ্ঞপ্তি

মিলভিক নিয়ে এলো হেলথ ওয়ালেট সুবিধাসহ হেলথ প্লাস অ্যাপ
বাংলাদেশের শীর্ষস্থানীয় ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মিলভিক নিয়ে এসেছে মিলভিক হেলথ প্লাস অ্যাপ যার মাধ্যমে গ্রাহকেরা 
• সহজে মিলভিক সেবা সাবস্ক্রিপশনের অর্থ প্রদান ও পরিবারের সদস্যদের তথ্য যোগ করতে পারবেন
• হেলথ পয়েন্ট অর্জন ও এর সুবিধা উপভোগ করতে পারবেন
• মিলভিকের টেলি-মেডিসিন সুবিধার আওতায় ডাক্তারের পরামর্শ সেবা ও সকল স্বাস্থ্যসেবার রেকর্ড দেখতে পারবেন। এছাড়া প্রতিটি সাবস্ক্রিপশন পেমেন্টের মাধ্যমে অর্জিত হেলথ পয়েন্ট দিয়ে বিভিন্ন স্বাস্থ্যসেবা পণ্য যেমন- ওষুধ, চিকিৎসা, স্বাস্থ্য ও ফিটনেস সরঞ্জাম, এবং স্বাস্থ্য সম্পূরক অন্যান্য পণ্য কিনতে পারবেন, যাতে গ্রাহকের স্বাস্থ্যসেবা খরচে সাশ্রয় হবে।
 
মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অঙ্কুর বসু বলেন, মিলভিক হেলথ ওয়ালেটের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে ও সহজলভ্য করতে পারব। বাংলাদেশে আমাদের লক্ষ্য স্বাস্থ্যসেবাকে জনসাধারণের কাছে পৌঁছে দেয়া। তাই সরকারি-বেসরকারি সম্পর্কের সেতুবন্ধন তৈরি ও নতুন উদ্যোগের ক্ষেত্র সৃষ্টিতেও এটি সাহায্য করবে।
 
রেনল্ড ডি’সিলভা, গ্লোবাল চিফ গ্রোথ অফিসার ও মিলভিক বিমার এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক বলেন, ডিজিটাল স্বাস্থসেবা প্রদানের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিশীল। অন্যতম এই উদ্ভাবন বিপুলসংখ্যক মানুষকে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ করে দিতে পারে। বাংলাদেশে অ্যাপটির সফল গ্রহণযোগ্যতায় আমরা অন্যান্য দেশগুলোতেও এটি চালু করার কাজ করছি | 
 
প্রসঙ্গত, মিলভিক হলো মিলভিক বিমা’র একটি সহযোগী প্রতিষ্ঠান | ২০১০-এ প্রতিষ্ঠিত মিলভিক বিমা, এশিয়া ও আফ্রিকার ৯টি উন্নয়নশীল দেশে প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবাকে সহজলভ্য করার লক্ষ্যে কাজ করে আসছে| বাংলাদেশে ২০১২তে যাত্রা শুরু করে মিলভিক, মোবাইলে ডাক্তারের পরামর্শ, বিশেষায়িত স্বাস্থ্য প্রোগ্রাম, ল্যাব টেস্ট ডিসকাউন্ট এবং বীমা সুবিধা নিয়ে কাজ করছে। আরও জানতে www.milvikbd.com
 
বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর