৩০ মে, ২০২২ ১৪:২৬

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল প্রাণ

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল প্রাণ

কারখানায় উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরির জন্য ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছে প্রাণ'র দুই সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেড ও সিলভান টেকনোলোজিস লিমিটেড।   

রবিবার (২৯ মে) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। হবিগঞ্জ এগ্রো’র পক্ষে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং সিলভান টেকনোলোজি'র পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান পুরস্কার গ্রহণ করেন। 

পুরস্কারের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে খাদ্য শিল্প খাতে দ্বিতীয় পুরস্কার পেয়েছে হবিগঞ্জ এগ্রো লিমিটেড। অপরদিকে, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ইস্পাত ও প্রকৌশল খাতের জন্য প্রথম পুরস্কার পেয়েছে সিলভান টেকনোলোজিস লিমিটেড। 
 
শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআই'র সভাপতি মো. জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর