২৫ জুলাই, ২০২২ ০১:১৬

ভিভো ‘ভিজ্যুয়াল ক্রিয়েটর’ প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক

ভিভো ‘ভিজ্যুয়াল ক্রিয়েটর’ প্রতিযোগিতা

ভিভো আয়োজন করেছে ‘ভিজ্যুয়াল ক্রিয়েটর’ শর্ট ফিল্ম প্রতিযোগিতা। ‘ভিজ্যুয়াল ক্রিয়েটর’ শর্ট ফিল্ম প্রতিযোগিতা শিরোনামের এই ক্যাম্পেইন শুরু হয়েছে ১৫ জুন থেকে, যা চলবে ২৪ অক্টোবর পর্যন্ত।

এতে শিক্ষার্থীসহ নানা পেশা ও বয়সের মানুষ অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম নিম্নলিখিত হ্যাশট্যাগ দিয়ে #vivoVisualCreator #OurStoryRedefined সোশ্যাল মিডিয়ায় ( ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার) আপলোড করে ট্যাগ করতে হবে লোকাল বা গ্লোবাল যে কোন ভিভো একাউন্ট।

বিজয়ীদের নাম ঘোষণা করা হবে আগামী ১১ নভেম্বর। দুইটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে। গ্লোবাল অ্যাওয়ার্ড  ও আঞ্চলিক অ্যাওয়ার্ড । প্রতিটি বিষয়ে  গ্লোবাল অ্যাওয়ার্ড জয়ী পাবেন ৭০০০ ডলার পুরস্কার। রিজিওনাল অ্যাওয়ার্ড  জয়ী পাবেন ৩০০০ ডলার পুরস্কার। বাড়তি পুরস্কার হিসেবে থাকছে অ্যাওয়ার্ড সার্টিফিকেট, ভিভো এক্স৮০ সিরিজের স্মার্টফোন, বিচারকদের প্রশংসাপত্র এবং ভিভোর উদ্যেগে প্রচারণা।

গ্লোবাল ক্যাটাগরিতে ৫টি বিষয় রয়েছে। বেস্ট ফিল্ম, বেস্ট স্টোরি, বেস্ট এডিটিং, বেস্ট ফটোগ্রাফি, বেস্ট ক্রিয়েটর। অন্যদিকে রিজিওনাল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে বেস্ট ফিল্ম পাবে নির্ধারিত পুরস্কার।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর