৩ সেপ্টেম্বর, ২০২২ ১৯:০৭

নগরবাড়িতে কিং ব্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি:

নগরবাড়িতে কিং ব্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত

পাবনার আমিনপুর থানার নগরবাড়িতে কিং ব্র্যান্ড সিমেন্টের শুভ হালখাতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পাবনার আমিনপুর থানার নগরবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের এই হালখাতা। 

নগরবাড়িতে অনুষ্ঠিত দিনব্যাপী এ হালখাতায় বেড়া, সাঁথিয়া ও আমিনপুর থানার ৭০ জন সিমেন্ট ব্যবসায়ী অংশগ্রহণ করেন। 

হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট মিলস লি. সিমেন্ট সেক্টরের নর্থ উইং হেড (সেলস) মোহা. জিল্লুর রহমান। পাবনায় বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের পরিবেশক মেসার্স ফিরোজা ট্রেডার্সের স্বত্বাধিকারী এ এম আসাদ উল্লাহ (ফুয়াদ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের পাবনা এরিয়া সেলস ম্যানেজার মো. শফিকুল ইসলাম শফিক, বেড়া টেরিটোরি সেলস ম্যানেজার মো. মাসুদ পারভেজ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এ এম সাজিদউল্লাহ, আবু মোহাম্মদ আহসানুল হাবিব। 

প্রধান অতিথির বক্তৃতায়, নর্থ উইং হেড (সেলস) মো. জিল্লুর রহমান বলেন, কিং ব্র্যান্ড সিমেন্ট গুণে মানে বাজারের সেরা। সে কারণে পিরোজপুরের বেকুটিয়া ব্রিজ, রংপুরের গংঙ্গাচড়া সেতু, খুলনার রুপসা সেতু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতো স্থাপনায় এ সিমেন্ট ব্যবহার হয়েছে। সে কারণে কিং ব্যান্ড সিমেন্টের প্রতি ভোক্তাদের আস্থাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। একই কারণে সারা দেশে কিং ব্র্যান্ড সিমেন্ট বিক্রির দিক থেকে সবার ওপরে স্থান করে নিয়েছে।

হালখাতা অনুষ্ঠানে কিংব্যান্ড সিমেন্টের সর্বোচ্চ বিক্রেতা হিসেবে প্রথম পুরস্কার ৩২ ইঞ্চি এলইডি টিভি পেয়েছেন সাঁথিয়া থানার রিটেইলার মেসার্স রবিউল ইসলাম ট্রেডার্সের প্রোপাইটার মো. রবিউল ইসলাম। দ্বিতীয় পুরস্কার মাইক্রোওভেন পেয়েছেন নগরবাড়ির মেসার্স জারা ট্রেডার্সের মো. রাজিব মিয়া। তৃতীয় পুরুস্কার ইলেকক্ট্রিক ওভেন পেয়েছেন কাশিনাথপুরের রিটেইলার মেসার্স শাহিন ট্রেডার্সের প্রোপাইটার শাহিন। 

এ ছাড়াও আরো ৪৭ জন সিমেন্ট ব্যবসায়ীকে পুরস্কৃৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
সিমেন্ট ব্যবসায়ীদের সাথে অতিথিরা মধ্যাহ্নভোজে অংশ নেন। হালখাতা অনুষ্ঠানে সাঁথিয়া, বেড়া ও আমিনপুর  অঞ্চলের ৭০ জন সিমেন্ট ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর