২০ ডিসেম্বর, ২০২২ ২০:০৫

অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার নিয়ে সোনালী ব্যাংকের কর্মশালা

অনলাইন ডেস্ক

অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার নিয়ে সোনালী ব্যাংকের কর্মশালা

সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জাহিদ হোসেন।

কর্মশালায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম, প্রধান কার্যালয়ের সকল জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজার এবং মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজার ও করপোরেট শাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর